আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সর্পদংশনে মৃত পরিবারের হাতে চেক প্রদান করলেন সরকারি আধিকারিকরা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা: – সাপের কামড়ে মৃত্যু হওয়া দুটি পরিবারের হাতে এক লক্ষ টাকার করে চেক তুলে দেওয়া হল রাজ্য সরকারের বিপর্জয় মোকাবেলা দপ্তরের পক্ষ থেকে সগড়াই অঞ্চলের বাদুলিয়া ও শশংঘা অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামে।

 

 

উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ,বিডিও সত্যজিৎ কুমার, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি,জেলা পরিষদের দুই সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত,পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সেখ মৈনুদ্দিন, বনভূমি কর্মাধ্যক্ষ শ্যামল পাঁজা,পূর্ত কর্মাধ্যক্ষ বাসবি রায়,সগড়াই অঞ্চলের প্রধান শুভেন্দু পাল, শশংঘা অঞ্চলের প্রধান প্রকাশ ঘোষ,শাঁকারী ২ অঞ্চলের উপ প্রধান সাইফুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। উল্লেখ্য গত ১৬ ই আগস্ট ২০২১ সাপের কামড়ে মৃত্যু হয় বাদুলিয়া গ্রামের গৃহবধূ ছায়া রায়ের।

 

 

এবং গত ১১ সেপ্টেম্বর ২০২০ সাপের কামড়ে মৃত্যু হয় শশংঘা অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামের হানিফ আনসারির।
আজ খন্ডঘোষ ব্লক প্রশাসনের সমস্ত নেতৃত্বরা ঐ দুটি পরিবারের কাছে গিয়ে ছায়া রায়ের স্বামী স্বপন রায় ও হানিফ আনসারির স্ত্রী হাফিজা আনসারির হাতে একলক্ষ টাকার করে চেক তুলে দিলেন।
আর্থিক সহায়তা পেয়ে খুবই উপকৃত হলেন পরিবার দুটি এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

See also  সরাসরি জবকার্ড শ্রমিক ও উপভোক্তাদের সঙ্গে কথা বলে ১০০ দিনের কাজ আর আবাস যোজনার হালহকিকত জানলেন কেন্দ্রীয় দল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি