আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাধীনতা দীবসের দিন ২৫ জন করোনা যোদ্ধাকে সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

বাবু সিদ্ধান্ত

রোনা সংক্রমিত হওয়ার পরেও অনেক যোদ্ধা করোনা যুদ্ধ থেকে পিছিয়ে আসেনি ।বরং তারা সংক্রমিতদের মানসিক লড়াইয়ে সাহস যোগাচ্ছেন ।এমন ২০ জন পুলিশ কর্মী সহ ২৫ জন ‘করোনা-যোদ্ধা’কে বেছে নিয়েছে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর।

শনিবার স্বাধীনতা দিবসের দিনের বিশেষ অনুষ্ঠানে ওই ২৫ জন করোনা যোদ্ধাকে সংবর্ধিত করেছে জেলা প্রশাসন।জেলাশাসক বিজয় ভারতী এদিন জানিয়েছেন “স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মেডেল পরিয়ে করোনা-যোদ্ধাদের সংবর্ধনা জানানো হল।

Krishaksetu bangla

 

“ অপদিকে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, “ এই করোনা যুদ্ধে যারা প্রথম সারিতে (ফ্রন্ট লাইনে )থেকে লড়াই করেছেন তারাই বেশী সংক্রমিত হয়েছিলেন। তারা সুস্থ হয়ে ফের কাজে যোগ দিচ্ছেন । জেলার এমন ২৫ জন করোনা যোদ্ধাকে চিহ্নিত করা হয়েছে ।

স্বাধীনতা দীবসের দিন তাদেরই সম্বর্ধনা দেওয়া হল। পরবর্তী সময়ে ব্লক স্তরের এমন করোনা যোদ্ধাদের চিহ্নিত করে সম্বর্ধনা দেওয়া হল। ”জেলা পুলিশের কর্তারা মনে করছেন , প্রশাসন করোনা যুদ্ধে সামিল পুলিশ কর্মীদের সম্বর্ধনা জানালে পুলিশ কর্মীদের মনোবল আরও বাড়বে ।

আরো পড়ুন-করোনা আক্রান্ত হয়েও হার না মেনে ফের পরিষেবা দিচ্ছেন – স্বাধীনতা দীবসে এমন ৯ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীকে সম্বর্ধনা দিল প্রশাসন

See also  আরজি করে ভাঙচুরের ঘটনায় এখনও চলছে ধরপাকড় গ্রেফতার ৩৭ জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি