জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাচরা অঞ্চলে সহযোগিতায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 37 তম মৃত্যুবার্ষিকী পালিত হল পাচড়া অঞ্চলের হাট তলায়। 37 বছর আগে এই দিনেই বন্দুকের গুলিতে ঝাঁজরা হতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। ১৯৮৪ সালের ৩১ শে অক্টোবর দিল্লিতে ৬৬ বছর বয়সে নিজ দেহরক্ষীর হাতে নিহত হন ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর একমাত্র সন্তান ইন্দিরা গান্ধী।
চার বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস কে স্মরণীয় করে রাখতে আজ পাচরা অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভার করা হয়। পাচরা অঞ্চলের হাট তলায় আয়োজিত আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভা বিধায়ক অলক কুমার মাঝি, প্রধান লালু হেমব্রম থেকে শুরু করে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা থেকে দলীয় নেতৃত্ব।