আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিরোধী নেতার বাড়ির সামনে বিক্ষোভ যখন, তখন দিনহাটায় গুলিবিদ্ধ TMC কাউন্সিলরের স্বামী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- প্রায় একমাস ধরে উপ্তপ্ত এলাকা, তারপর গোদের উপর বিষফোঁড়া ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ! তৃণমূলের দাবি, বিজেপি নেতার বাড়ির ভিতর থেকে গুলি চালানো হয়েছে ! ফের রাজনৈতিক হানাহানিতে রক্ত ঝরল দিনহাটায় ! গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলের স্বামী ! গুলিচালনায় অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায় ! সম্প্রতি বিনা প্রতিদ্বন্দিতায় দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল, সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী !

তৃণমূলের তরফে জানানো হয়েছে, শনিবার উদয়ন গুহর ওপর হামলায় অভিযুক্ত অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলকর্মীরা ! তখনই বাড়ির ভিতর থেকে গুলি ও বোমা ছোঁড়া হয় ! গুলি লাগে বিজু দাস নামে এক যুবকের দেহে, তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠু দাসের স্বামী ! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিজু, তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় !

সেখান থেকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ! এব্যাপারে অভিযুক্ত বিজেপি নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ! শহরের ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা ! যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই ! বিরোধীদের অবশ্য দাবি পদের দাবিদাওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অন্দরে, এ তো নিত্যদিনের ঘটনা !!

See also  আজকের ( ০৭-০১-২০২২ ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি