রক্তদান জীবন দান রক্তদান তুলতে পারে একটি প্রান এই কথাটি কে গুরুত্ব দিয়ে আজকের এই শিবির করা হলো। আজকের শিবিরের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয়।বাঁকুড়া জেলা পুলিশ উদ্যোগে প ও জয়পুর থানার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান শিবির করা হল আজ।একটাই উদ্দেশ্য করোনা মহামারী কালে রক্তের চাহিদা মেটাতে বাঁকুড়া জেলা পুলিশের অভিনব উদ্যোগ এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বুদ্ধিজীবী সম্পন্ন সাধারণ মানুষরা।
তার পাশাপাশি এই সময় ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে তাই রক্তের অভাবে কোন রোগ যাতে কোনো অসুবিধায় না পারেন সে উদ্দেশ্যে আজকের এই শিবির করা। আজকের শিবিরের শেষ খবর পাওয়া যায় 50 জন রক্ত দান করলেন। শিবিরে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি গনেশ বিশ্বাস। SDPO কুতুব উদ্দিন খান।
জয়পুর থানার ওসি, থেকে শুরু করে ব্লক নেতৃত্ব সকলে