সৈয়দ মফিজুল ( বাঁকুড়া ) :- বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়া মোড়ে কংসাবতী কো-অপারেটিভ স্পিনিং মিলে ষষ্ঠ পে কমিশন ও দক্ষ টেকনিশিয়ান প্রশাসক এর দাবিতে অবস্থান বিক্ষোভ চলে। একশো জন শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি ।
প্রদীপ নন্দী নামে এক কর্মচারী বলেন, প্রশাসনকে আমাদের কথা লিখিত ভাবে জানানো হয়েছে। তা সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি আরো বলেন যতক্ষণ না আমাদের ষষ্ঠ পে কমিশন চালু করা হচ্ছে আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে ।