করোনা আক্রান্ত এবার অমিতাভ বচ্চন By krishna Saha Published : 11/07/2020 WhatsApp Channel Join Now করোণায় আক্রান্ত হয়েছে অমিতাভ বচ্চন। টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি। তার পরিবারের সকলের ও করোনা পরীক্ষা করা হচ্ছে। যদিও তাদের পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসেনি। অমিতাভ বচ্চন জানিয়েছেন যারা বিগত 10 দিনে আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা দয়াকরে করোনা পরীক্ষা করে নিন। সবাইকে সুস্থ থাকার প্রার্থনা জানিয়েছেন বিগ বি See also করোনা পরিস্থিতিতে ইদুজ্জোহা কীভাবে পালিত হবে সেই নিয়ে আলোচনা সভা