উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সারা বাংলায় একটিই নাম জাস্টিস ফর প্রদীপ কর এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার জয়নগর নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জয়নগর ২ নম্বর ব্লকের গড়দেওয়ানি পঞ্চায়েতের বকুলতলা থানার মোল্লারচক থেকে নতুনহাট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়ে গেল।

যার নেতৃত্বে ছিলেন গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ ও জয়নগর ২ নং ব্লকের তৃনমূল নেতা হারুন রশীদ মোল্লা।এদিন তাদের নেতৃত্বে এই মিছিলে মহিলা ও বয়স্কদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন।এদিন এ ব্যাপারে শিক্ষক সাহাবুদ্দিন শেখ বলেন,কেন্দ্রের বিজেপি সরকার এন আর সি, এস আই আরের মধ্যে আমাদের নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে।


আর তার বলি হতে হলো পানিহাটির প্রদীপ কর।তার এই মৃত্যুর সঠিক বিচার চাই।আর এই বিচারের দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল সংগঠিত করা হলো।যাতে তৃনমূল স্তরে বহু মানুষ অংশ নেন।







