আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিজেপির কঠোর সমালোচনার মধ্যে দিয়ে জয়নগরে তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন হয়ে গেল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বাঙালির সেরা উৎসব দূর্গাপুজো হয়ে গেল। আর তার পরেই মঙ্গলবার জয়নগর বিধানসভার তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে বিজয়া সম্মীলনীর অনুষ্ঠান হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের মুখপাত্র তথা কলকাতা পুরসভার কাউন্সিলার অরুপ চক্রবর্তী,সুন্দরবন জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি ও মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জেলা তৃনমূল জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি রাজু লস্কর,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর,তপন কুমার মন্ডল,বনানী গায়েন,জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল, জয়নগর ২ নম্বর ব্লক তৃনমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাহাবুদ্দিন শেখ, জয়নগর এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জয়নগর এক নং ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি শামিম আহমেদ ঢালী সহ আরো অনেকে।

এদিনের এই অনুষ্ঠানে জয়নগর বিধানসভা এলাকার পঞ্চায়েত স্তরের কর্মীরা সহ বহু তৃনমূল কর্মী সমর্থক অংশ নেন।এদিন তৃনমূল কংগ্রেসের মুখপাত্র অরুপ চক্রবর্তী কর্মীদের সজাগ থাকতে বলেন,তিনি বলেন,এস আই আরের নামে যাতে প্রকৃত ভোটার বাদ না পড়ে সে দিকে নজর রাখতে হবে।বিজেপি চায় এর নামে সংখ্যা লঘু ভোটারদের নাম বাদ দিতে।কারন ওরা ভালভাবে জানে এই রাজ্যের মানুষ ওদের চায় না,দিদিকে চায়।

আর এদিন তিনি বিজেপির পাশাপাশি সিপিএম ও এস ইউ সির কঠোর সমালোচনা করেন।তিনি সোমবার উওর বঙ্গে বিজেপি সাংসদের ওপর হামলার প্রতিবাদ করে বলেন এটা কখনোই কাম্য নয়।তবে তাকে দেখতে বিজেপির শুভেন্দু, শমীক না গেলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দেখা করে এসে তার সুস্থতা কামনা করেছে।

আর এটাই হলো বিজেপির সাথে তৃনমূলের তফাত। তিনি ২০২৬ সালে দক্ষিন ২৪ পরগনার ৩১ টি আসনেই তৃণমূল জিতবে বলে এদিন দাবী করে।এদিন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এই অনুষ্ঠানে আগত কর্মী সমর্থকদের অভিনন্দন জানালেন।

See also  আজকের ( ০৮-০১-২০২২ ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি