আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৩ ফুট ৮ ইঞ্চি বরের সঙ্গে ২ ফুট ৯ ইঞ্চি কনের বিয়ে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায়:- প্রেম হল অন্য কোন ব্যক্তির প্রতি ভালোবাসার অনুভূতি ও আকর্ষণ ! এসকল বিষয়ের ফলে সৃষ্ট আবেগ-অনুভূতি প্রকাশের উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক বিয়ের নিমিত্তে বিবাহপূর্ব সম্পর্ক গঠনকারী আচরণাবলি প্রকাশের পদক্ষেপ গ্রহণ করা ! স্বাভাবিক মানুষের মতোই জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নিয়েছেন আল আমিন ও শাম্মি ! দুইজনই একই রকম শারীরিক প্রতিবন্ধী ! উচ্চতায় একেবারে খর্বাকার ! আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি !

 

 

বাংলাদেশের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় বাড়ি মো. আল আমিন (২২) ও শাম্মি আক্তারের (২০) ! বৃহস্পতিবার দুই পরিবারের সম্মতিতেই বিবাহ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক অবস্থায় সম্পন্ন হয়েছে ! সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আল আমিনের সাথে সোহাগদল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের কন্যা শাম্মি আক্তারের বিয়ে হয় এক লাখ টাকার দেনাপাওনা ধার্য করে ! উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশি সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান !
বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শতশত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান ! আল আমিন ও শাম্মি জানায়, পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে খুশি !

 

 

প্রেম হল ভালোবাসার সাথে সম্পর্কিত একটি উত্তেজনাপূর্ণ, যৌনতাপূর্ণ এবং রহস্যময় অনুভূতি ! এটি হল কোন ব্যক্তির প্রতি যৌন আকর্ষণের সাথে সম্পর্কিত কোন আবেগীয় আকর্ষণ হতে উদ্বুদ্ধ একটি বহিঃপ্রকাশমূলক ও আনন্দঘন অনুভূতি ! মনোবিজ্ঞানী চার্লস লিন্ডহোমের সংজ্ঞানুযায়ী প্রেম হল “একটি প্রবল আকর্ষণ যা কোন যৌন-আবেদনময় দৃষ্টিকোণ হতে কাউকে আদর্শ হিসেবে তুলে ধরে, এবং যাতে তা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হওয়ার মনোবাসনাও অন্তর্ভুক্ত থাকে” ! কোন সম্পর্কের ক্ষেত্রে এতে অপর ব্যক্তির প্রতি একইসাথে শক্তিশালী মানসিক এবং যৌন আকর্ষণ কাজ করে !

 

 

প্রেমের সম্পর্কে যৌনতার তুলনায় ব্যক্তিগত আবেগ-অনুভূতি অধিক গুরুত্বের অধিকারী হয় ! অধিকাংশ ক্ষেত্রেই সম্পর্কসমূহের সূচনাপর্বে প্রেমের অনুভূতি অধিকতর দৃঢ়ভাবে কাজ করে ! তখন এর সঙ্গে এমন এক অনিশ্চয়তা এবং দুশ্চিন্তা অনুভূত হয় ! যে এ ভালোবাসা হয়তো আর কখনো ফিরে নাও আসতে পারে !!

See also  নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এবার উঠলো আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ- শোরগোল বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি