আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৩ টি ওভারলোডিং ট্রাক্টর সহ গ্রেপ্তার ৩ রায়নায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা:-[রায়না ] ওভারলোড গাড়ির যাতায়াত বন্ধ করার জন‍্য ইতিপূর্বে সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে । তবুও একাংশ ট্রাক চালক বিশেষত বালি মাফিয়ারা নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে অভিযোগ ।

ওভারলোড গাড়ির যাতায়াতের ফলে গ্ৰামীণ এলাকার রাস্তা গুলোর যেমন ক্ষতি হচ্ছে , সেতুর ক্ষতি হচ্ছে তার পাশাপাশি সরকারের রাজস্ব তেও ঘাটতি তৈরী হচ্ছে ।

সন্ধ‍্যা নামলেই বেআইনী বালির গাড়ির যাতায়াত বাড়ছে বলে ও অভিযোগ।এবার কড়া নজরদারি শুরু করলো পুলিশ।রায়না থানার পুলিশ সূত্রে জানা যায় রায়নার সেহারাবাজার এলাকা থেকে তিনটি বালির ট্রাক্টর সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত বালি বোঝাই এবং নির্দিষ্ট চালান ছাড়াই গাড়িতে বালি নিয়ে যাওয়া হচ্ছিলো ।

রায়না থানার পুলিশ আজ মোট তিন জন অভিযুক্তকে বর্ধমান আদালত পেশ করছেন।

 

See also  পথশ্রী প্রকল্পে তৈরি হওয়া রাস্তা দেখে চটে লাল জেলাশাসক -বিডিও ও বাস্তুকারকে ধমক দিয়ে তিনি রাস্তা পুণরায় নির্মাণ করার নির্দেশ দিলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি