সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে গেল একটি বুলেরো গাড়ি। জানা গিয়েছে, গাড়িতে থাকা মোট ৬ জন যাত্রী গুরুতর জখম হন ঘটনাস্থলেই। গাড়িটি ঝাড়খন্ড থেকে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল হঠাৎ সকাল সাতটা নাগাদ পুরাতন মালদার মাধাইপুর বাইপাস ৩৪ নং জাতীয় সড়কের ওপর উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এরফলে ঘটনাস্থলেই বুলেরো গাড়ি পাল্টি খেয়ে দুমড়ে মুচড়ে যায় এবং ঘাতক ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে অভিযোগ।
পাশাপাশি, স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন এবং দুমড়ে যাওয়া গাড়ি থেকে গুরুতর জখম যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান। এদিকে গুরুতর জখম ৬ জন যাত্রীকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ এবং দুমড়ে যাওয়া বুলেরো গাড়ি থেকে হাইড্রোলিক ক্রেনের সাহায্যে উদ্ধার করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন।