বীরভূমের মুরারুইয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি বুধবার ঘটলো পূর্ব রেলের বর্ধমান হাওড়া কর্ড শাখায় । বগি ফেলেই ছুটলো মালগাড়ির ইঞ্জিন ।এদিন ভোর ৫ টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জৌগ্রাম স্টেশান এলাকায়। বড়সড় কোন বিপত্তি না ঘটলেন বগি ফেলে শুধু মালগাড়ির ইঞ্জিনের ছুটে যাওয়া প্রত্যক্ষ করে আতঙ্কিত হয়ে পড়েন জৌগ্রাম স্টেশানে উপস্থিত থাকা ট্রেন যাত্রীরা ।
ইঞ্জিন ছুটে এগিয়ে যাবার পর জৌগ্রাম রেলগেট ও আপ প্ল্যাটফর্মে ঢোকার লাইন জুড়ে মালগাড়ির বগিগুলি দাঁড়িয়ে পড়ে । তার জেরে এদিন সাতসকালে চরম ভোগান্তির মুখে পড়তে হয় ট্রেন যাত্রীদের । এছাড়াও রেল গেট দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় মেমারি জামালপুর রুটে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে থাকে। দিনের কর্মব্যস্ত সময়ে এমন ভোগান্তির মুখে পড়ে ক্ষেভে ফেটে পড়েন ট্রেন যাত্রী ও সড়ক পথের যাত্রীরা । বেশ কিছুটা সময় বাদ অন্য ইঞ্জিন এনে ওই লাইন থেকে মালগাড়ির বগিগুলি টেনে নিয়ে যাওয়া হয়। এরপর বেলা আনুমানিক সাড়ে ৯ টা নাগাদ ভোগান্তির নিস্পত্তি ঘটে ।
জৌগ্রাম স্টেশান বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রামকৃষ্ণ গুপ্ত বলেন , অন্যান দিনের মত এদিনও ভোর ৫ টা নাগাদ তিনি প্রাত ভ্রমনে বের হয়েছিলেন ।হাটতে হাঁটতে ৫টা ৪০ মিনিট নাগাদ জৌগ্রাম স্টেশান চত্তরে পৌছান । ওই সময়ে আপ লাইন দিয়ে মালগাড়ি পাশ হবে বলে স্টেশান কর্তৃপক্ষ মাইকে ঘোষনা করেন ।তখনই তিনি এবং স্টেশান বাজারে থাকা সকলেই দেখেন শুধু মাত্র একটি রেলইঞ্জিন দ্রুত গতীতে এগিয়ে আসছে । এরপরেই দেখেন সেই ইঞ্জিন থেকে ছুট হয়েযাওয়া মালগাড়ির বগি গুলি রেল লাইন ধরে এগিয়ে আসছে ।অপর প্রত্যক্ষদর্শী জৌগ্রামের বাসিন্দা মইনুর রহমান বলেন, ইঞ্জিন বিহীন মালগাড়ির বগিগুলি রেলগেট সংলগ্ন আপ ক্রশিং লাইন আটকে দাঁড়িয়ে পড়ে । তার ফলে অন্য কোন লোকাল ট্রেন আর জৌগ্রামের আপ প্ল্যাটফর্মে ঢুকতে পারে না । রেল গেটও বন্ধ হয়ে থাকে । আপ ও ডাউন স্টেশান প্ল্যাটফর্মের মাঝের লাইনে দাঁড় করানো হয় লোকাল ট্রেনগুলি। রেল লাইনের পাথরের উপর দাঁড়িয়ে অল্প বয়সী ট্রেন যাত্রীরা অনেক কষ্টে ট্রেনে চড়ে গন্তব্যে রহনা দেন । তবে প্রবীনরা ওই ভাবে ঝুকি নিয়ে ট্রেনে চড়তে ব্যর্থ হন । তারা স্টেশান প্ল্যাটফর্মেই বসে থাকতে বাধ্য হন । অন্য ইঞ্জিন এনে মালগাড়ির বগিগুলি টেনেনিয়ে যাওয়া হলে বেলা প্রায় সাড়ে ৯টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। রেলের গাফিলতিতেই এমন সব ঘটনা ঘটছে বলে জৌগ্রামের বাসিন্দারা মন্তব্য করেছেন ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন , এদিন ভোর ৫ টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । কাপলিং খুলে যাওয়ায় মালগাড়ির বগি ছেড়ে ইঞ্জিন এগিয়ে যায় । আপ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকানোর সমস্যা তৈরি হওয়ায় রিভার্স লাইনে ৩টি আপ লোকাল ট্রেন দাঁড় করাতে হয়েছিল । যাত্রীদের ওঠানামার সুবিধার জন্য ওখানে ৪-৫ মিনিট করে ট্রেন দাঁড় করানো হয়েছে ।এছাড়াও যাত্রীদের ওঠা নামার সময়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় । পরে অন্য ডিজেল ইঞ্জিনের সাহায্যে সকাল ৯ টা ১০ মিনিট নাগাদ বগিগুলি ওই লাইন থেকে টেনেনিয়ে যাওয়া হলে সবকিছু স্বাভাবিক হয় ।