আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাড়ি কিনে বিপাকে এক মহিলা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

র্ণশ্রী থানার রামকৃষ্ণ সরণীতে বাড়ি কিনে বিপাকে এক মহিলা। পঞ্চাশোর্ধ ওই মহিলার নাম গীতা বৈরাগী। গত নভেম্বর মাসে তিনি বাড়িওয়ালা কৃষ্ণকান্ত হাজরার কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকার বিনিময় বাড়ির একাংশের দুটি ঘর কিনে নেন। এর কিছুদিন পর বাড়িওয়ালা কৃষ্ণকান্ত হাজরা মারা যান। উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও পাড়ার স্থানীয়  রামকৃষ্ণ পল্লী ক্লাব এর বেশ কয়েকজন বল পূর্বক ওই ঘরে তালা মেরে দেন। অভিযোগ অভিযুক্তরা স্থানীয় 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাস এর স্বামী স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন দাসের অনুগামী বলে পরিচিত। এই ঘটনায় ওই মহিলা অঞ্জন দাস এবং  পুলিশের কাছে বারবার অভিযোগ জানালেও কোন সুরাহা হয়নি, উপরন্তু দিনের পর দিন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। অথচ বাড়ির মালিকের অন্যান্য ওয়ারিশরা জানান যে বাড়ির মালিক কৃষ্ণকান্ত হাজরা গীতা দেবী কেই বাড়ির ওই দুটি ঘর উপযুক্ত নথিসহ হস্তান্তর করেন তা সত্ত্বেও অভিযুক্তরা জোর করে তালা বন্ধ করে দিয়েছে ওই ঘর দুটিতে। সমগ্র ঘটনা আজ পর্ণশ্রী থানায় জানানো হলে পুলিশ গীতা বৈরাগীকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি অঞ্জন দাস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আজ তিনি বাইরে আছেন আগামীকাল সকালে জমির উপযুক্ত নথিপত্র দেখে ওই ঘর দুটি খুলে দেওয়ার ব্যবস্থা করবেন।

See also  অকালপ্রয়াত বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলেন তারই বন্ধুরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি