যুব তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে শহীদ স্মরণে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের লোহাই পার্টি অফিস থেকে গোপালপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই মিছিল সংঘটিত হয়। দীর্ঘ তিন কিলোমিটার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন রায়না দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৈয়দ কলিমুদ্দিন(বাপ্পা)।
কিছুদিন আগে লাদাখ সীমান্তে চীনা হামলায় নিহত হয়েছিলেন কুড়ি জন ভারতীয় বির জওয়ান। সে কারণে আজ সারা বাংলা শোকস্তব্ধ। তাদের মধ্যে দুজন ছিলেন বাংলার। আলিপুরদুয়ারের বিপুল রায় এবং বীরভূমের রাজেশ ওরাং। শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে,
এই শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তার সঙ্গে নীরবতা পালন করা হয়। দুটো মিছিলেই সামাজিক দূরত্ব কে মান্য করা হয়েছিল। দুই মিছিলেই অংশগ্রহণ করেছিলেন আড়াইশো থেকে 300 জন মানুষ।