ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার সীমান্ত এলাকার ঘটনা। আহত যুবকের নাম অজয় মাহাত (৩০)। গুলি ছুঁয়ে যায় স্কুটি চালক আরেক যুবকের। আহত যুবকের বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায় অভিযোগ, স্কুটি করে দুজন যাচ্ছিল। সেই সময় পিছন থেকে কে বা কারা গুলি চালায়। গুলি লাগে অজয়ের পিঠে।
পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশ দিয়ে আরেকটি গুলি ছুঁয়ে বেড়িয়ে যায়। আহত যুবক গুরুতর জখম অবস্থায় কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ। ঠিক কি কারনে গুলি চালানোর ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। দেখা হচ্ছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ।