বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এলাকার যুব কংগ্রেসের পক্ষ থেকে আজ স্থানীয় কোটাসুর বিদ্যুৎ দপ্তরে একটি ডেপুটেশন দেওয়া হয়। লকডাউনের এই দুঃসময়ে তিন মাস গ্রাহকদের বিদ্যুৎ বিল মকুব করা, কৃষি কাজে ব্যবহৃত বিদ্যুৎ আগামী এক বছর বিনামূল্যে প্রদান,২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বজায় রাখা এমন ৬ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন তুলে দেন ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি মহামুদ্দিন সেখ- জিতু দের হাতে ।