বাবু সিদ্ধান্ত বর্ধমান :- লক ডাউন অমান্য করে ভিন রাজ্য থেকে এই রাজ্যে চলে আসার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। সোমবার রাতে পূর্ব বর্ধমানের পলেমপুর এলাকায় ঘোরাঘুরির সময়ে খণ্ডঘোষ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে ।ধৃতের নাম প্রিয়ব্রত সরকার । খণ্ডঘোষের জুবিলা গ্রামে তাঁর বাড়ি। ধৃতের বিরুদ্ধে সরকারী নির্দেশ অমান্য করা , ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ও জেনেবুঝে সংক্রমণ ছড়ানোর ধারায় পুলিশ মামলা রুজু করেছে । এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে খণ্ডঘোষের বাসিন্দা মহলে ।
পুলিশ জানিয়েছে , ধৃত প্রিয়ব্রতর কাছ থেকে ওড়িশার একটি সংস্থার পরিচয় পত্র পাওয়ার পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় । জিজ্ঞাসাবাদে পুলিশ এক প্রকার নিশ্চিৎ হয় ,লকডাউন অমান্য করে পণ্যবাহী গাড়িতে চেপে সে ওড়িশার ভুবনেশ্বর থেকে খণ্ডঘোষে চলে এসেছে । ভিন রাজ্য থেকে আসার পরেও যুবক তাঁর কোন মেডিকেল পরীক্ষা করায় নি । গ্রেফতারের পর পুলিশ যুবককে খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়েগিয়ে মেডিকেল পরীক্ষা করায় । চিকিৎসক যুবককে কোয়ারাইন্টিনে পাঠানোর নির্দেশ দিয়েছে । যুবকের গ্রেপ্তারির বিষয়ে পুলিশ মঙ্গলবার বর্ধমান আদালতে রিপোর্ট পেশ করে । কোয়ারাইন্টিন থেকে ছাড়া পাওয়ার পর যুবককে আদালতে পেশের জন্য নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম ।