আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান শহরের বিধানপল্লীতে চক্রবর্ত্তী পরিবারের লক্ষ্মীর আরাধনা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ধুম ধাম সহকারে চক্রবর্ত্তী পরিবারে চললো দেবী লক্ষ্মীর আরাধনা।। বর্ধমান শহরের বিধান পল্লীতে বাস চক্রবর্ত্তী পরিবারের।। প্রায় 18 বছর ধরে সমৃদ্ধির দেবীর আরাধনা করে আসছেন তাঁরা ।। তবে বাইরের কোনো পুরোহিত দিয়ে নয়, স্বয়ং গৃহকর্তাই পুজো করেন দেবীর।।

বিগত বছর গুলির মতোই এবছরও মনের মতন করে দেবীকে সাজিয়েছেন পরিবারের সদস্যরা করেছেন নানান আয়োজন।। শঙ্খ বাজিয়ে বরণ করে নিয়েছেন মাকে।।


কোজাগরী।। অর্থাৎ কে জাগো রে ।। তাই কোজাগরী পূর্ণিমায় বেশ খানিকটা রাতের দিকেই লক্ষ্মী পুজো করে থাকেন চক্রবর্ত্তী পরিবার।। এমনটাই চলে আসছে 18 বছর ধরে।।

See also  মানুষকে সচেতন করতে আইসি নিজে পথে নামলেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি