আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহিলা কলেজে ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান:বর্ধমান উদয়চন্দ মহিলা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে ফটোগ্রাফি বিষয়ক এক দিবসীয় কর্মশালা আয়োজিত হলো বুধবার। ২১ সেপ্টেম্বর মহাবিদ্যালয়ের এ.পি.জে. আব্দুল কালাম অডিটোরিয়ামে এই কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

 

“ফটোগ্রাফি অ্যাজ এ কেরিয়ার” শীর্ষক এই কর্মশালায় ফটোজার্নালিজম এবং পেশাদার ফটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে আলোচনা হয়। পেশাদার ফটোগ্রাফার প্রিয়াঙ্কা রায় এবং সাংবাদিক সুজাতা মেহেরা অতিথি বক্তা হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল জানান

 

 

 

 

 

 

 

 

 

 

 

, সাংবাদিকতা শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের কেরিয়ার গঠনে সুবিধা হয় এমন আরও পেশামুখী বিভিন্ন ওয়ার্কশপ ও কর্মসূচি করার ভবিষ্যত পরিকল্পনা রয়েছে। কর্মশালার উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বাণীব্রত গোস্বামী। এদিনের ওয়ার্কশপে বক্তব্য রাখেন অধ্যাপিকা মৈত্রী শী , আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী , চিত্রগ্রাহক রণজিৎ দে সহ অনেকেই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হয়। সাংবাদিকতা বিভাগের ছাত্রী সায়ন্তনী ব্যানার্জি , নাজমুন্নেসারা বলেন , ক্লাসরুম শিক্ষার পাশাপাশি এই ধরণের হাতেকলমে শেখার কর্মশালা আমাদের খুবই কাজে লাগবে।

See also  রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো দিলেন ,১০৮ শিবমন্দিরে বর্ধমানে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি