আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহিলা কলেজে ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান:বর্ধমান উদয়চন্দ মহিলা কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে ফটোগ্রাফি বিষয়ক এক দিবসীয় কর্মশালা আয়োজিত হলো বুধবার। ২১ সেপ্টেম্বর মহাবিদ্যালয়ের এ.পি.জে. আব্দুল কালাম অডিটোরিয়ামে এই কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

 

 

“ফটোগ্রাফি অ্যাজ এ কেরিয়ার” শীর্ষক এই কর্মশালায় ফটোজার্নালিজম এবং পেশাদার ফটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে আলোচনা হয়। পেশাদার ফটোগ্রাফার প্রিয়াঙ্কা রায় এবং সাংবাদিক সুজাতা মেহেরা অতিথি বক্তা হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন। সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল জানান

 

 

 

 

 

 

 

 

 

 

 

, সাংবাদিকতা শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের কেরিয়ার গঠনে সুবিধা হয় এমন আরও পেশামুখী বিভিন্ন ওয়ার্কশপ ও কর্মসূচি করার ভবিষ্যত পরিকল্পনা রয়েছে। কর্মশালার উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. বাণীব্রত গোস্বামী। এদিনের ওয়ার্কশপে বক্তব্য রাখেন অধ্যাপিকা মৈত্রী শী , আনন্দবাজার পত্রিকার সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী , চিত্রগ্রাহক রণজিৎ দে সহ অনেকেই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হয়। সাংবাদিকতা বিভাগের ছাত্রী সায়ন্তনী ব্যানার্জি , নাজমুন্নেসারা বলেন , ক্লাসরুম শিক্ষার পাশাপাশি এই ধরণের হাতেকলমে শেখার কর্মশালা আমাদের খুবই কাজে লাগবে।

See also  চাল না পেয়ে পঞ্চায়েত সদস্যার বাড়িতে হামলা , গলসিতে গ্রেফতার হামলাকারী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি