আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চাহিদা মেটাতে পূর্ব বর্ধমানের এসএইচজি সংঘের মহিলারা শুরু করেদিলেন হ্যান্ড স্যানিটাইজার তৈরি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত, বর্ধমান

করোনা ভাইরাস সংক্রমণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের বাজারে বেড়ে গিয়েছে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা। এই রাজ্যেও এখন তুঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ।সেই চাহিদা পূরণে রাজ্যে প্রথম অগ্রণী ভূমিকা নিল পূর্ব বর্ধমানের জামালপুর ও মেমারি ব্লকের প্রশিক্ষিত এসএইচজি সংঘের মহিলারা।তারাই হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংঘের মহিলাদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার কিছুটা হলেও ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা নেবে বলে মনে করছেন জেলা প্রশাসনের কর্তারা।

মারণ ভাইরাস করোনা আতঙ্কে জেরবার ভারত সহ গোটা বিশ্ব।প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতর সংখ্যা।পরিস্থিতির ভয়াবহতা বিচার করে বিশেষজ্ঞরা সকল নাগরিকদের মুখে মাস্ক পরা , হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারএবং সোশ্যাল ডিসটেন্স বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। বিশেষজ্ঞদের এই পরামর্শ মান্যতা পায় দেশের নাগরিক মহলে। তারপর থেকেই সারা দেশের পাশাপাশি এই রাজ্যেরও ব্যাপক ভাবে বেড়ে যায় ভাইরাস সংক্রমণ প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা। জামালপুর ও মেমারির এসএইচজি সংঘের মহিলাদের তৈরি “দুঃসময়ের বন্ধু”‘ ও “গুড টাচ ” ব্র্যান্ড নেমের হ্যান্ড স্যনিটাইজার এবার সেই ঘাটতি পূরণ করবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা ।

জামালপুর ব্লকের বিডিও অফিসের একটি ঘরে বসে বুধবার থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ শুরু করেছেন ‘নারী চেতনা ’ নামক এসএইচজি সংঘের একদল মহিলা।তাঁদের তরফে মাফুজা বেগম ,রেখা দাস ,হাসিনা বেগম মল্লিক প্রমুখরা বলেন , বিডিও শুভঙ্কর মজুমদারের নির্দেশ মেনে তাঁরা মেমারির পাল্লারোড পল্লীমঙ্গল সমিতিতে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির প্রশিক্ষণ নেন ।

তার পর বুধবার থেকেই তাঁরা হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ শুরু করে দিয়েছেন । মহিলারা জানালেন , তাঁরা ৫০০ এমএল -এর খালি বোতলে ৩৫০ এমএল অ্যালকোহল ,৭,২৫ এম এল গ্লিসারিন , ১২৫ এমএল হাইড্রোজেন পারক্সাইড এবং ১৭,৭৫ এমএল পরিমান জল সহযোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন । সংঘের মহিলারা আরো জানালেন ,তাঁরা তাঁদের তৈরি স্যানিটাইজারের ব্র্যান্ড নেম রেখেছেন “দুঃসময়ের বন্ধু” ।প্রতিদিন ৫০০ বোতল স্যানিটাইজার তৈরি করে যাচ্ছেন বলেও ‘নারী চেতনা’ সংঘের মহিলারা জানিয়েছেন ।

জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ,এখন করোনা ভাইরাস সংক্রমণ রোধক হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা উত্তরোত্তর বেড়ে চলেছে । সমস্ত সরকারী অফিস কাছারি ও স্বাস্থ্য কেন্দ্রেও হ্যান্ড সানিটাইজারের ব্যবহার বেড়েগেছে । বিডিও বলেন , গোষ্ঠীর মহিলাদের দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরির ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক ( সাধারণ ) অরিন্দম নিয়োগী ,ডিআরডি সেলের প্রজেক্ট ডিরেক্টর মানস হালদার এবং জেলা আবগারী দফতর তাঁকে বিশেষ ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন । গোষ্ঠীর মহিলাদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার টেস্টিংয়ে পাঠানো হবে ।বিডিও বলেন , টেস্টিংয়ে ছাড়পত্র মেলার পরেই চাহিদা পূরণে সহায়ক ভূমিকা নেবে “দুঃসময়ের বন্ধু ” ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার ।

See also  ১০ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি