আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোদির বাসভবনে বিশ্বকাপ হাতে উইমেন ইন ব্লু! ভারতীয় দলের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নারীশক্তির ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস দেশের। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। সেই বিশ্বজয়ী ব্রিগেডকে বুধবার বিকেল চারটেয় নিজ বাসভবনে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৭ লোক কল্যাণ মার্গে পৌঁছান হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা। দলের প্রত্যেকেই পরেছিলেন ব্লেজার, হাতে ছিল বিশ্বকাপ ট্রফি। মোদির সঙ্গে ছবি তুলতে হুইলচেয়ার থেকে দাঁড়িয়েও পোজ দেন প্রতীকা রাওয়াল। প্রায় ঘণ্টা দু’য়েক প্রধানমন্ত্রী দলটির সঙ্গে আড্ডা দেন ও উৎসাহ দেন।

বিশ্বজয়ী দলকে ইতিমধ্যেই ৫১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। সূত্রের খবর, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করবেন রিচা ঘোষরা। আপাতত দিল্লির তাজ প্যালেস হোটেলেই থাকছেন ক্রিকেটাররা। বিমানবন্দরেই দলকে পুষ্পবৃষ্টি ও ঢাক–ঢোলের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। উন্মাদনা সামাল দিতে বাড়ানো হয়েছে নিরাপত্তাও।

See also  সব খেলার সেরা বাঙালির ফুটবল", এই বাক্যটি প্রমাণ করে দেয় যুব সমাজের ওপর ফুটবলের প্রভাব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি