আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বড়বৈনান গ্রামে ইটের আঘাতে মহিলার মৃত্যু

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( বড়বৈনান ) :- পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত বড়বৈনান গ্রামে ইটের আঘাতে মহিলার মৃত্যু। ব্রাহ্মন ভোজন এর জন্য উদয় চক্রবর্তী নামক এক ব্যক্তির বাড়িতে চাল দিতে গিয়ে মৃত্যু হয় চায়না সামন্ত নামক ওই মহিলার। জানা গিয়েছে, বুদ্ধ দেব চক্রবর্তী নামক মস্তিষ্কের বিকারগ্রস্থ এক ব্যক্তি ওই মহিলাকে ইট ছুড়ে মারেন।
Krishaksetu Bangla
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হসপিটালে নিয়ে যেতে গেলে পথেই মৃত্যু হয় ওই মহিলার। বুদ্ধ দেব চক্রবর্তী সম্পর্কে উদয় চক্রবর্তীর সন্তান। মৃত মহিলার পুত্র মাধবডিহি থানায় লিখিত অভিযোগ করেন।গ্রাম বাসি রা মাধবডিহি থানায় 250 জনের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত চক্রবর্তীর নামে। মৃতার ছেলের দাবি একটাই, তিনি যেভাবে মা হারা হলেন একইভাবে যেন আর কাউকে মা বাবা কিংবা পরিবারের পরিজনকে হারাতে না হয়। দোষী যেনো উপযুক্ত শাস্তি পায়।
Krishaksetu Bangla
ইতিপূর্বে একইভাবে একজনের মৃত্যু হয়েছে। ছেলেটির বাবা উদয় বাবু নিজেই প্যারালাইজড। মস্তিষ্কের বিকাশ জনিত সমস্যার কারণে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করার পর বেশ কিছুদিন সুস্থ ছিল। কিন্তু আবার কোন অজানা কারণে সেই পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে সে। ছেলের যাই হয়ে যাক না কেন কোন দায়িত্ব নেবে না বলে জানিয়েছেন তার বাবা। ছেলেটি সব সময় নেশাগ্রস্ত হয়ে থাকার কারণেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এখন সকলের একটাই চাওয়া অভিযুক্ত যেন উচিত শাস্তি পায়। মাধবডিহি থানার পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করে কোর্টে পাঠালেন।
See also  ভোটে র‍্যাগিং করা নিয়ে সৌমিত্র খাঁর বেঁফাস মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি