আমিরুল ইসলাম ভাতার : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে কামারপাড়া মোরে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা গতকাল রাতে ঘটনাটি ঘটে।ওই মহিলার নাম দ্রৌপদী ঘোষ। বাড়ি ভাতারের শেরুয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাতার বাজার থেকে ওই মহিলা মোটরসাইকেলে চেপে বাড়ির উদ্দেশে যাচ্ছিল সেই সময় বালি বোঝাই একটি ডাম্পার ভাতার বাজার অভিমুখে আসছিল ডাম্পারের পিছনের চাকায় পিষ্ট হয়ে যায় ওই মহিলা।
হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে। আজ ওই মহিলার মৃতদেহ পোসমাডাম এর জন্য পাঠানো বর্ধমান মেডিকেল কলেজে পাঠালো পুলিশ। ওই ডাম্পার টি কে আটক করেছে পুলিশ।