আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লোকাল ট্রেনের মহিলা কামরায় ছুরি হাতে দূস্কৃতি তান্ডব ক্যানিং লোকালে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা বাড়ানোর দাবি তুললো যাত্রীরা।এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে লোকাল ট্রেন।লোকাল ট্রেনের মহিলা কামরায় চলন্ত ট্রেনে ছুরি নিয়ে উদ্যত যুবক। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। যদিও তার সত্যতা যাচাই করেনি আমরা।তবে এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন প্রায় সকলেই।

রেলের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক চলন্ত ট্রেনের মহিলা কামরায় উঠেছে।ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ছুরি হাতে উদ্যত। চলন্ত ট্রেনের মহিলা কামরায় রয়েছেন বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে তাঁরা ভয়ে যেন সিঁটিয়ে রয়েছেন।জানা যায়, দিন কয়েক আগে দুপুর ১ টা বেজে ৪০ মিনিটের ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল শিয়ালদহ ষ্টেশন থেকে ছেড়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়।

ট্রেনটি তালদি ষ্টেশন থেকে ছাড়লে চলন্ত ট্রেনের মহিলা কামরায় উঠে পড়ে ওই যুবক। মহিলা কামরায় যুবকের প্রবেশ নিয়ে সরব যাত্রীরা। তখনই ওই যুবক ছুরি বের করে।উদ্যত হয়ে যাত্রীদের ধমক দিতে থাকে। পরে ট্রেন ক্যানিং ষ্টেশনে পৌঁছলে ওই যুবক কামরা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। জিআরপি তাকে এখনও পর্যন্ত খুঁজে পায়নি।আর এমন ঘটনায় সাধারণ মহিলা যাত্রীরা আতঙ্কিত। নিত্যযাত্রীদের অভিযোগ, চলন্ত ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নেই।

প্রতিদিন দুষ্কৃতী তাণ্ডব চলছে।আর এই নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপির দেখা মেলে না। রেল কর্তৃপক্ষের উচিত যাত্রী নিরাপত্তার বিষয়টি আরো বেশি গুরুত্ব দিয়ে দেখার। তা না হলে আগামী দিনে চলন্ত ট্রেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠবে।তবে এব্যাপারে রেলের তরফে কোনো মতামত পাওয়া যায় নি।
­

See also  মোমবাতি জ্বালিয়ে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদ জানালেন জামালপুরের মানুষজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি