আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কপালে রক্ততিলক, খড়্গ হাতে ‘জয় কালী’ ধ্বনি, ‘রঘু ডাকাত’-এর প্রথম গানেই মাত নেটদুনিয়া

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ইতিমধ্যেই ঘোষণা হয়েছিল, বুধবার প্রকাশ্যে আসবে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম ওপাস ‘রঘু ডাকাত’-এর প্রথম গান। প্রতিশ্রুতিমতো মুক্তি পেয়েছে সেই গান। কপালে রক্ততিলক, হাতে বিরাট খড়্গ নিয়ে দেবের ভিন্ন রূপ দর্শকদের চমকে দিয়েছে। শুরুতেই রণহুঙ্কারের সুরে ‘হা রে রে রে…’ আওয়াজ তুললেন তিনি। নাচে-গানে ভরপুর এই ‘জয় কালী’ গানে মিলল ব্লকবাস্টারের ইঙ্গিত।

নতুন বছরের শুরুতেই ছবির প্রথম পোস্টার ও টিজার ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল। স্বাধীনতা দিবসের সকালে প্রকাশিত টিজারে দর্শকরা দেখেছিলেন ভিন্ন এক রঘুকে। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ—নানা মুহূর্তে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের ছাপ। কখনও ঘোড়ায় চেপে যুদ্ধে নামা, কখনও শাসকদের আস্তানায় আগুন ঝরানো—সব মিলিয়ে টিজারেই পুজোর বক্স অফিসে ছবির সম্ভাবনার আভাস দিয়েছিলেন নির্মাতারা। এবার ‘জয় কালী’ গানের ভিডিও আসতেই উচ্ছ্বাস আরও বেড়ে গেল। গানের সুর দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য, কথা লিখেছেন সুগত গুহ। কণ্ঠ দিয়েছেন ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথিজিৎ ভট্টাচার্য।

এই গানের মধ্য দিয়ে দর্শকরা ছবির আরও কিছু চরিত্রকে দেখতে পেলেন। ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায়, ডাকাত দলের নেত্রী গুঞ্জা হিসেবে সোহিনী সরকার। আগেই প্রকাশ্যে এসেছিল দুর্লভ রায়ের চরিত্রে ওম-এর লুক। রঘুর প্রেমিকা সৌদামিনী হিসেবে দেখা যাবে ইধিকা পালকে। আর খলনায়ক অহিন্দ্র বর্মনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে একেবারে নতুন আঙ্গিকে আবিষ্কার করেছেন দর্শকরা। ফলে সিনেমা মুক্তির আগেই রঘুকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে বড়পর্দায় দর্শক-অনুরাগীদের অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত।

‘পাগলু’ ও ‘দুই পৃথিবী’র জনপ্রিয় নায়ক দেব গত কয়েক বছর ধরে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। চরিত্রে ঢুকতে তিনি সবসময় কঠোর পরিশ্রমে বিশ্বাসী। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে ফুটবলার নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী চরিত্র ফুটিয়ে তুলতে প্রতিদিনই অনুশীলনে ঘাম ঝরাতেন। সিনেমা মুক্তির পর সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন তিনি। এবার ‘রঘু ডাকাত’-এ ধ্রুব-দেব জুটি যে আবারও দর্শকদের চমক দিতে চলেছেন, তা স্পষ্ট।

See also  পরকীয়ায় সবার উপরে যে দেশ জেনে নিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি