কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে দারুণ কৃতিত্ব দেখালেন বাংলার কন্যা কোয়েল বর। মঙ্গলবার রাতে মেয়েদের ৫৩ কেজি বিভাগে বিশ্বরেকর্ড ভেঙে একসঙ্গে দুটি সোনা নিজের দখলে আনেন তিনি। ইয়ুথ ও জুনিয়র— দুই বিভাগেই কোয়েলের ঝুলিতে আসে স্বর্ণপদক। শুধু তাই নয়, সিনিয়র ক্যাটেগরিতে দ্বিতীয় হওয়া প্রতিযোগীর থেকেও বেশি ওজন তুলেছেন এই কিশোরী ভারোত্তোলক। তাঁর অসাধারণ পারফরম্যান্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভীষণ খুশি।
চলতি বছর গুজরাটে হচ্ছে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলার দুই অ্যাথলিট নজর কেড়েছেন। ছেলেদের ইয়ুথ ৬৫ কেজি বিভাগে অনীক মোদি সোনা জিতেছে। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৩৮ কেজি ভারোত্তোলন করে সে সবার সেরা হয়। তবে সবচেয়ে বেশি সাড়া ফেলে দিয়েছেন কোয়েল।

মঙ্গলবার রাতেই তাঁর সাফল্যের ঝুলিতে যুক্ত হয় দুটি সোনা। ১৭ বছরের কোয়েল শুধু পদকই জেতেননি, বিশ্বরেকর্ডও গড়েছেন একের পর এক। এতদিন ইউথ বিভাগে ১৯২ কেজি ওজন কেউ তুলতে পারেননি, কোয়েল সেটি ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। শুধু তাই নয়, ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজি ওজন তুলে তৈরি করেছেন আরেকটি বিশ্বরেকর্ড। জুনিয়র বিভাগেও তাঁর নাম উঠে যায় বিশ্বরেকর্ডের তালিকায়।
‘বাংলার মেয়ে’র এই কীর্তিতে মুখ্যমন্ত্রী ভীষণ উচ্ছ্বসিত। এক্স-এ তিনি লেখেন, ‘আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।’ মুখ্যমন্ত্রী আরও আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে কোয়েল আন্তর্জাতিক মঞ্চে আরও এগিয়ে যাবেন।
হাওড়ার বাসিন্দা কোয়েলের বাবা পেশায় মাংস ব্যবসায়ী। ছোট থেকেই নানা প্রতিকূলতার মধ্যেও ভারোত্তোলনের স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়েছেন তিনি। খবর অনুযায়ী, খুব শীঘ্রই কোয়েলকে বিশেষ সংবর্ধনা দেবে রাজ্য সরকার।