আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মশার হাত থেকে বাঁচতে গিয়ে, ঘটে গেল আরেক বড় বিপত্তি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিমেষে পুড়ে ছাই পুরো ঘর কন্যা, দাউ দাউ করে আগুন উড়ছে চালের উপর দিয়ে, প্রাণ হাতে নিয়ে ঘরের জিনিস বাঁচানো আর ঘর বাঁচানোর চিন্তা! বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের কাচ্ছালা গ্রামের আসিস দণ্ডপাত নামের এক দম্পতি মাটির বাড়ি টালি ও টিনের ছাউনি, একই ঘরে একটি রুমে তাদের বসবাস এবং আরেকটি রুমে কিছু গরুর বসবাস। বাড়িতে গরু থাকার কারণে মশার উৎপাত বিশাল তাই প্রতিদিনের মতো মশার হাত থেকে বাঁচার জন্য তার বাড়িতে ধোয়া দেওয়া হয় বৃহস্পতিবার সন্ধ্যায়।

বাড়িতে খড় থাকার কারণে সেই ধোয়া থেকে বিশাল আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। বাড়ির একাংশ জিনিসপত্র পুড়ে ছাই ও বাড়ির একাংশ জায়গাও পুড়ে ছাই। এই আগুন ছড়াতেই ভয়ে চেচামচি করতে শুরু করে বাড়ির সদস্যরা এবং এই শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের মানুষ ছুটে আসে এবং বাড়ির জিনিসপত্র বার করানোর সহযোগিতা করেন। তারপর খবর দেওয়া হয় বেলিয়াতোড় থানায় ও ফায়ার ব্রিগেডে।

রীতিমতো এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি বড়জোড়া থেকে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বেলিয়াতোড় থানার পুলিশ।। জানা যায় তিন ঘন্টা ধরে জ্বলতে থাকা এই আগুন দমকলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও গ্রামবাসীদের পরিশ্রমে ২ ঘন্টা পর আগুন নেভানো সক্ষম হয়েছে। নীলা দণ্ডপাতের দাবি‌ তাদের থাকার জায়গা মাত্র শুধু এই বাড়িটাই ছিল তবে এই দুর্ঘটনায় সেটিও আর রইল না।

কোথায় তারা যাবে, কিভাবে তারা বসবাস করবে, কোথায় আশ্রয় নেবে সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে তাদের, এখন সরকারের কাছে তিনি দাবি রাখছেন যদি বসবাসের সুব্যবস্থা করে দেওয়া হয়, অথবা আবাস যোজনার একটি বাড়ি দেওয়া হয় তাহলে তাদের আশ্রয়ের একটি জায়গা হবে।

See also  তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি