আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

র কয়েক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের ভ্যাপসা গরম কাটবে, স্বস্তির নিঃশ্বাস ফেলবে বঙ্গবাসী। আগস্টের শুরুতেই প্রবল বর্ষনে ভিজবে দক্ষিণবঙ্গ এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে বড়সড় সর্তকতা জারি করল আইএমডি।আইএমডি সূত্রে খবর,৩ থেকে ৫ অগাস্টের মধ্যে বাংলা জুড়ে প্রবল বৃষ্টিপাত হবে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ওড়িশা ও বাংলার উপকূলে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। রাজস্থানের ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সর্তকতা জারি করেছে আইএমডি। পশ্চিম উত্তরপ্রদেশ, বিহারে একই সর্তকতা জারি করা হয়েছে।

সৌজন্য ইন্টারনেট weather pic

পশ্চিমবঙ্গ জুড়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রবল বেগের ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।গুজরাতে ৫ থেকে ৬ অগাস্ট ও মহারাষ্ট্রের ৪ থেকে ৫ অগাস্ট প্রবল বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ঝাড়খন্ড বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার আশঙ্কা। অন্যদিকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমার কোন নাম নেই।

বিগত দিনগুলোতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে।এরপরে বৃষ্টিপাত হলে বিপদসীমার উপর দিয়ে বইবে নদীর জল।অতিবৃষ্টির জেরে কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে জল জমে যেতে পারে। আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আরো পড়ুন  করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

See also  কেন্দ্রের সরকারকে ঠুঁটো জগন্নাথ বলে অবিহিত করলেন বাংলার মুখ্যমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি