আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বলরাম সাহা ( রায়না ) :- পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দু’নম্বর ব্লকে একলক্ষী তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আজকের এই রক্তদান শিবির কার্যত উৎসবের আকার ধারণ করেছে। করোনা পরিস্থিতির মধ্যে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিধি-নিষেধের কারণে যেহেতু বেশি সংখ্যক মানুষদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছে না তাই ছোট ছোট করে অল্পসংখ্যক মানুষদের নিয়ে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে শুধুমাত্র রক্তের চাহিদা মেটানোর জন্য।

রায়না বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় রক্তদান শিবির করার পদক্ষেপ গ্রহণ করলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পা ধারা। ইতিপূর্বে রায়না এক নম্বর ব্লকের রক্তদান শিবিরের আয়োজনের পর রায়না দুই নম্বর ব্লকে উচালন জিপির একলক্ষী দলিয় কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন তিনি। আজকের সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে হাতে। আজ সব মিলিয়ে 180 জন রক্তদাতার রক্ত সংগ্রহ করা হবে। যদি এর থেকেও বেশি মানুষ রক্ত দিতে চান সম্ভব হলে তাদের রক্ত নেওয়া হবে। এমনটাই জানালেন বিধায়িকা।

আজকের এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে হাজির ছিলেন রায়না বিধানসভার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রারামানিক,বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা গলসি বিধানসভার বর্তমান বিধায়ক নেপাল ঘড়ুই, জামালপুরে প্রাক্তন বিধায়ক উজ্জল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জন স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, প্রাক্তন যুব সভাপতি সুভাষ মন্ডল, মেমারি দু’নম্বর ব্লকের ব্লক সভাপতি মোঃ ইসমাইল, পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, রায়না 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন, উচালন অঞ্চলের প্রধান দোলন দাস, উচালন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান খান থেকে শুরু করে রায়না দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

See also  একনজরে আজকের হেডলাইনস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি