বলদ গরুর সঙ্গে দড়ি দিয়ে বেঁধে এক নবদম্পতিকে দিয়ে হালচাষ করানো হল। চাষের জমিতে ষাঁড়ের মতো কঞ্চি দিয়ে পেটানো হল তাঁদের। এমনই অমানবিক দৃশ্যের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে।

সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ওড়িশার রায়গড়া জেলার কাঞ্জামাঝিরা গ্রামে। যদিও এই ঘটনাটি ঘটেছে সপ্তাহখানেক আগে, তবে এখন ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
ওড়িশা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই ওই গ্রামে পৌঁছেছে পুলিশের একটি দল। রায়গড়া জেলার পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই মামলা রুজু করা হবে।
ঘটনার নেপথ্যে একটি প্রেমের সম্পর্ক। স্থানীয় সূত্র এবং ওড়িশার সংবাদমাধ্যম কলিঙ্গ টিভির খবর অনুযায়ী, ওই যুবক এবং যুবতী সম্পর্কে পিসি ও ভাইপো। তাঁরা পরস্পরের প্রেমে পড়েন এবং পরে বিয়ে করেন। কিন্তু এই সম্পর্ক ‘অবৈধ’ বলে মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। তারপরেই তাঁরা নিজেরাই ‘শাস্তি’ দিতেই এই নক্কারজনক কাণ্ড ঘটান বলে অভিযোগ।
পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তবে ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।