আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দক্ষিণ দামোদর প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী এবং অভিনন্দন বার্তার আয়োজন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( দক্ষিণ দামোদর ) :- পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী এবং অভিনন্দন বার্তার আয়োজন করা হলো। রায়না এক নম্বর ব্লকের সেহারাবাজারের রাসবিহারী ঘোষ একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম,সহ সম্পাদক কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের অন্যতম সদস্য তথা শিক্ষক বিশ্বনাথ রায়, বেঙ্গল পাক্ষিক পত্রিকার রাজ্য সভাপতি বৈদ্যনাথ কোনার, থেকে শুরু করে দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সদস্যরা।

দক্ষিণ দামোদর প্রেসক্লাব শুধুমাত্র সাংবাদিকতার সঙ্গে জড়িত এমনটা নয়। দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা। করোনা সচেতনতায় অংশগ্রহণ করার পাশাপাশি কর্মহীন মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, ব্লাড ডোনেশন ক্যাম্প, মাদক দ্রব্য সম্পর্কে সচেতনতা সহ বিভিন্ন ক্যাম্পেইন করেছেন তারা। প্রতিটি বিষয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছে সেহারাবাজার রহমানিয়া ট্রাস্ট, রহমানিয়া আলামিন মিশন।

দক্ষিণ দামোদর প্রেসক্লাব শুধুমাত্র দক্ষিণ দামোদর সাংবাদিকদের জন্যই নয়, আশে পাশের অঞ্চল যেমন আরামবাগ গোঘাট হুগলি বাঁকুড়া জেলার সদস্যদের জন্য দক্ষিণ দামোদর প্রেসক্লাবের অবারিত দ্বার। এই সমস্ত এলাকার যত সাংবাদিক বন্ধু আছে তারা চাইলেই যোগদান করতে পারেন দক্ষিণ দামোদর প্রেসক্লাবে। একত্রিত প্রচেষ্টায় সামাজিক ক্রিয়া-কলাপ এর মধ্যে দিয়ে এগিয়ে যাবার প্রয়াস গ্রহণ করেছে এই দক্ষিণ দামোদর প্রেসক্লাব।

See also  ঘাট ষষ্ঠী পূজা পালিত হলো রায়নায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি