সাধারণ মানের ছাত্র-ছাত্রীদের নিয়ে অসাধারণ ফলাফল করে সকলের নজর কেড়েছে খণ্ডঘোষ এর শিক্ষা বিকাশ মিশন বিদ্যামন্দির। উচ্চমাধ্যমিক 2022 সালে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেকেই 80% এর উপর মার্কস পেয়েছে। মিশনের প্রথম স্থান অধিকারী অম্বিকা ঘোষ এর প্রাপ্ত নাম্বার 91.01%।
অন্যান্য ছাত্র ছাত্রী যথাক্রমে মোঃ শামীম, সানিয়া মির্জা, শুভব্রত কোনার, ইভানা পারভীন ,দেবস্মিতা ঘোষ, রোশনা খাতুন, তানিয়া সুলতানার প্রাপ্ত নম্বর যথাক্রমে 440 ,439 ,430, 426 ,422 ,422, এবং 419। মিশনের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়া, দিন আনা দিন খাওয়া ,পরিবারের ছাত্রী অম্বিকা ঘোষ জানিয়েছে ” আমার 448 নম্বর পাওয়ার পিছনে মিশনের স্যার দের অবদান অনস্বীকার্য।লকডাউনের মাঝেও যেভাবে শিক্ষক শিক্ষিকারা আমাদের সাহায্য করেছেন তা ভোলার নয়।”
মিশনের সম্পাদক অপূর্ব মুকুল পাত্র জানিয়েছেন,”শিক্ষার্থীদের অদম্য মানসিকতা ও লড়াকু মনোভাব তাদের এহেন ফলাফলে সাহায্য করেছে। মিশনের শিক্ষার্থীরা ওদের পড়াশোনা সংক্রান্ত সমস্যার বিষয়গুলিকে মিটিয়েছে । কিন্তু আসল লড়াইটা ওদেরই লড়তে হয়েছে। সকলের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা রইলো।”
স্বভাবতই নতুন পথ চলা শুরু করার পরই এ ধরণের সাফল্যে উচ্ছ্বসিত মিশন বিদ্যালয়ের সকল সদস্য এবং এলাকাবাসী।