আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সারা রাজ্যের পাশাপাশি ভাতারের বিভিন্ন আইসিডিএস ও প্রাথমিক স্কুল খুলে গেল আজ থেকে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

দীর্ঘ দুই বছর করোনার জন্য বন্ধ স্কুল ।আর আজ স্কুল প্রাঙ্গনে ভরে গেল কচিকাঁচাদের উপস্থিতিতে।খুশি যেমন স্কুল পড়ুয়ারা তেমনি শিক্ষক-শিক্ষিকারা ও দারুন ভাবে খুশি হয়েছেন।তবে শিক্ষকরা জানিয়েছেন করোনা বিধি মেনেই স্কুল প্রক্রিয়া চলবে।

 

 

আজ 16 ই ফেব্রুয়ারি থেকে খুলে গেল সমস্ত আইসিডিএস ও প্রাথমিক স্কুল।
কিছুদিন আগে প্রাথমিক ইস্কুল খুললেও ।সপ্তাহে 2 দিন করে ক্লাশ হচ্ছিল ।তবে আজ থেকে আর দুই দিন নয় সপ্তাহ থেকে শনিবার পর্যন্ত হবে স্কুল কেবলমাত্র সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে স্কুল।



Community-verified icon
See also  শনিবারের বারবেলায় দল ‘পাপি’ মুক্ত হল বলে দাবি করে আবির খেলে মিষ্টি মুখ করলো বর্ধমানের তৃণমূল কর্মীরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি