কৃষ্ণ সাহা:- মাঝে মাত্র একটা দিন। তার পরেই আসছে প্রেমের মাস ফেব্রুয়ারি। শুরু হয় প্রেমের সপ্তাহ। 7 ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয় প্রেম সপ্তাহের প্রথম দিন। রোজ ডে এর দিন গোলাপ ছাড়া কি প্রেম নিবেদন জমে! তাই উপহার হিসেবে সেই দিন গোলাপের চাহিদা থাকে বাজারে তুঙ্গে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা। কোন রঙের গোলাপ কিসের প্রতীক? জেনে নিন।
প্রেমের কবিতা হোক বা উপাখ্যান সবেতেই রক্তগোলাপ এর নাম আজও জ্বলজ্বল করে। সৌন্দর্য এবং ভালোবাসার প্রতীক হলো এই লাল গোলাপ। প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন। তাইতো যুগে যুগে কবি সাহিত্যিকরা ভালবাসা প্রদানে লাল গোলাপকে প্রাধান্য দিয়ে আসছে। লালগোলাপ ছাড়াও প্রেমের ভাষা বোঝাতে ব্যবহার করা হয় গোলাপি রঙের গোলাপ। ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ।
সাদা ফুল আমরা সাধারণত শোকজ্ঞাপনে ব্যবহার করলেও সাদা গোলাপের গুরুত্ব অনেক। নতুন জীবন শুরুর প্রতীক এই সাদা গোলাপ। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। কমলা গোলাপ আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।
জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। এমনকি হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। পার্পল রং রয়্যালিটির প্রতীক। পার্পল গোলাপের ভাষা তাই ম্যাজেস্টি। পিচ রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে পিচ রঙের গোলাপের থেকে উৎকৃষ্ট আর কিই বা হতে পারে।