আগামীকাল অর্থাৎ ১৭ ই মে ২০২১ থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হচ্ছে পরিবহনকর্মী, হকার ও সংবাদ মাধ্যমের কর্মীদের করোনা টিকাকরণ কর্মসূচি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর আপাতত ছয়টি ইউনিট থেকে এই টিকা দেওয়া হবে।
সেগুলো হলো সংস্কৃত লোকমঞ্চ বর্ধমান, মেমোরি গ্রামীণ হাসপাতাল, কালনা মহকুমা হাসপাতাল, গুসকরা হাসপাতাল, বকুলতলা সাব সেন্টার (দাঁইহাট) এবং ভাগীরথী পৌর স্বাস্থ্য কেন্দ্র (কাটোয়া)। ইতিপূর্বেই স্বাস্থ্যকর্মী, প্রথম সারির যোদ্ধা ও পঁয়তাল্লিশ ঊর্ধ্ব নাগরিকদের টিকাকরণ কর্মসূচি চলছে। তবে আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে এই টিকাকরন করার উদ্দেশ্যে এই কর্মসূচি বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য নতুন রাজ্য সরকার গঠনের পর সাংবাদিকদের প্রথম সারির যোদ্ধা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর তাই পরিবহন কর্মী ও হকারদের পাশাপাশি বিশেষভাবে সংবাদমাধ্যমের কর্মীদের টিকাকরণের উদ্যোগ নেয় স্বাস্থ্য দপ্তর। অতিমারির আবহাওয়ায় এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।