উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগরে এক সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়নগর থানার কর্মরত জয়নগর থানার শ্রীপুর পঞ্চায়েতের বিলপাড়ার বাসিন্দা আতাউল গাজী (৩৫)মঙ্গলবার রাতে জয়নগর থানায় ডিউটি থেকে বুধবার সকালে বাড়িতে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
তাকে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে।পারিবারিক বিবাদে অবসাদে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।সে তাঁর দুই মেয়ে ও স্ত্রীকে রেখে গেলেন।

তার এই মৃত্যুতে এলাকায় ও পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।







