করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিকেলে একটি টুইট করে সে খবর নিজেই প্রকাশ্যে আনেন।বর্তমানে দিল্লির এইমসে চিকিৎসাধীন কেন্দ্রের বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সেকেন্ড ইন কনম্যান্ড। তিনি টুইটে লেখেন,” করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম।
রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেনস, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন”।চিকিৎসকদের পরামর্শ মেনেই অমিত শাহ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন অমিত শাহ। এমনিতেই তিনি একজন ডায়াবেটিস পেশেন্ট।
ঝুঁকি না নিয়ে খুব তাড়াতাড়ি তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। প্রসঙ্গত উল্লেখ্য যে,অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ায় বিজেপির অনেক নেতা-মন্ত্রীকে হোম আইসোলেশনে বা কোয়ারেন্টাইনে থাকতে হবে।দিন কয়েক আগেই রাজ্যের দুই বিজেপি সাংসদ অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর,কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রীয় আইসোলেশনে গেছেন। আপাতত অমিত শাহর শারীরিক অবস্থা স্থিতিশীল।