সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার, মেমারি শহরের ইছাপুর প্রাইমারি স্কুলপাড়া এলাকা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম ওহিদুল ইসলাম ওরফে কচি, বয়স আনুমানিক ৪৯ বছর। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা গেছে, ওহিদুল ইসলাম পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী ছিলেন। সাম্প্রতিক সময়ে ব্যবসায় মন্দা চলছিল, যার জেরে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের দাবি। ঘটনার সময় বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন না।
পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ১৫ মিনিট নাগাদ তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় বাড়িতে যান তাঁর বোনঝি। ঘরের দরজা খুলে তিনি শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় ওহিদুল ইসলামকে দেখতে পান। সঙ্গে সঙ্গে পাড়া-প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর দেহ মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








