আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সুন্দরবনের দুই তরুণী একে অপরকে বিবাহ করেছে,আর তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের দুই তরুণীসমাজের সব ধরনের বেড়াজাল ভেঙে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কয়েকদিন আগে।আর এবার সেই দুই তরুণীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সাংসদ তার শুভেচছায় জানান,সামাজিক সমস্ত বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ – স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার।

সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়ে তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে খুবই গর্বের।সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম করে লক্ষ্যে স্থির থেকেছেন প্রকৃত ভালোবাসাকে প্রাধান্য দিয়েই। তাঁদের এই পবিত্র ভালোবাসা চিরঅক্ষয় থাকুক। দ: ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সরদার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর এই নবদম্পতিকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি। পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ওদের জীবনে।

রঙিন হয়ে উঠুক আগামীর পথ।বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জোরেই আমাদের সমাজ অচলায়তন ভেঙে ও সংকীর্ণতাকে পিছনে ফেলে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে। বার্তায় বলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সোমবার সুন্দরবনের কুলতলি গ্রামে এই উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রী, কুলতলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, মথুরাপুরের সাংসদ বাপি হালদার সহ আরো অনেকে।

See also  দুঃখ কাটিয়ে অবশেষে বাঁকুড়া-মসাগ্রাম রেলপথে ঘুরলো লোকাল ট্রেনের চাকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি