আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ট্রেনের ধাক্কায় নির্ঘাত মৃত্যুর হাত থেকে এক বৃদ্ধ কে প্রাণে বাঁচালেন দুই সবজি বিক্রেতা যুবক

By Pradip Chatterjee

Updated :

WhatsApp Channel Join Now

সোমবার বেলা ৯টা ৪০ মিনিটে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনের আপ বালুরঘাট এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে ধেয়ে আসছিল। সেই সময় ব্যস্ত সবজি বাজার সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন বয়সের ভারে ক্লান্ত এক বৃদ্ধ খলিল শেখ, যিনি দ্রুত হাঁটতে পারছিলেন না।

টেবিল অফ কন্টেন্ট

  1. ঘটনার পটভূমি
  2. বৃদ্ধের বিপদের মুহূর্তে সাহসী পদক্ষেপ
  3. সাক্ষীর বক্তব্য
  4. সবজি বিক্রেতাদের সুনাম ও প্রশংসা
  5. সমাজে সাহসী যুবকদের উদাহরণ

বৃদ্ধের বিপদের মুহূর্তে সাহসী পদক্ষেপ

ঠিক সেই সময়, স্টেশনে উপস্থিত দুই সবজি বিক্রেতা যুবক, সারু শেখ ও ছোট্টু শেখ, বৃদ্ধের কষ্ট লক্ষ্য করে নিজেদের সবজির পসরা ছেড়ে ছুটে যান রেল লাইনের কাছে। ট্রেন প্রায় এসে যাওয়ার মুহূর্তে তারা ঝুঁকি নিয়ে বৃদ্ধকে নিরাপদে লাইন পার করান, যা তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

Read Moreরেল লাইনের ধার থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যময় মৃতদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

সাক্ষীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সমীর ঘোষ বলেন, “এটি রোমহর্ষক একটি দৃশ্য ছিল। দুই যুবক যেভাবে তাদের জীবনকে বিপন্ন করে বৃদ্ধকে রক্ষা করলেন, সেটি সত্যিই অবাক করা।”

সবজি বিক্রেতাদের সুনাম ও প্রশংসা

ঘটনার পর স্টেশনে উপস্থিত লোকজন সাহসী যুবক দুই জনের প্রশংসা করেন। তাদের এই তৎপরতা ও মানবিকতার জন্য চারিদিকে সমাদর হয়। এমন সাহসী পদক্ষেপ সিনেমার দৃশ্যকেও হার মানানোর মত ছিল।

সমাজে সাহসী যুবকদের উদাহরণ

সারু শেখ ও ছোট্টু শেখের এমন সাহসী পদক্ষেপ সমাজের জন্য একটি উদাহরণ। মানবিক দায়িত্ববোধ ও সাহসিকতার এই দৃষ্টান্ত অন্যদের উৎসাহিত করবে।

See also  প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক হাতেখড়ি পূর্ব মেদিনীপুর,স্মৃতিচারণায় মহিষাদল 

Pradip Chatterjee

Senior Reporter Jamalpur, Purba Bardhaman. প্রদীপ চ্যাটার্জী কৃষকসেতু নিউজ বাংলার সিনিয়র কনটেন্ট রাইটার। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত।