শেখ নিজাম আলম ( বর্ধমান ) :- আর্থিক অনটনের কারণে নিরুপায় হয়েই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মাটির বাড়িতেই থাকতেন মা ।গভীর রাতে সেই মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় আহত হলেন এক শিশু কন্যা সহ দুই মহিলা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি ১ ব্লকের উচ্চগ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে । ভেঙেপড়া মাটির দেওয়ালের অংশ সরিয়ে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করেন ।
মথুরাপুর গ্রামে বসবাস করেন দরিদ্র বিধবা মহিলা রঙ্গিলা সেখ তাঁর প্রতিবন্ধী ছেলে শুকুর শেখ । অপরের বাড়িতে পরিচারিকার কাজ করেই রঙ্গিলদেবী জীবিকা নির্বাহ করেন । তাঁর ছেলে কোন কাজকর্ম করতে পারেনা ।
অর্থের অভাবে সাবেকি মাটির বাড়িটি তাঁরা রক্ষনা বেক্ষনও করতে পারতেন না ।
কয়েকদিনের বর্ষায় তাদের মাটির বাড়িটি আরও দুর্বল হয়ে পড়ে । সোমবার নিজের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে রঙ্গিলা সেখের বাড়িতে বেড়াতে আসেন তাঁর ছোট বোন । রাতে খাওয়া দাওয়া সরে তারা সবাই ওই মাটির বাড়িতেই শুয়ে ছিলেন । রাত প্রায় ১ টা নাগাদ রঙ্গিলাদেবীর মাটির বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । ভেঙে পড়া মাড়ির বাড়ির দেওয়ালের অংশে চাপাপড়ে রঙ্গিলাদেবী ছাড়াও তাঁর বোন ও বোনঝি আহত হন ।
বরাত জোরে রক্ষা পেয়ে যান রঙ্গিলাদেবীর প্রতিবন্ধী ছেলে । মাথা গোঁজার একমাত্র ঠাঁইটি ভেঙে পড়ায় এখন গৃহহীন হয়ে পড়েছেন রঙ্গিলাদেবী।প্রতিবেশীরা জানিয়েছেন , প্রশাসন পাশে না দাঁড়ালে এই অসহায় পরিবারটিকে গাছতলায় আশ্রয় নিতে হবে ।
রঙ্গীলাদেবীর জন্য সরকারী আবাস যোজনার ঘরের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন প্রতিবেশীরা । গলসির বিধায়ক অলোক মাঝি জানিয়েছেন , ঘটনার কথা শুনেছি ।সরকারি ঘর পাবার জন্য ওই মহিলাকে বিডিও অফিসে অবেদন জানাতে বলা হয়েছে ।সরকারি ঘর পাবার ক্ষেত্রে উনি অগ্রাধিকার পাবেন ।