আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মদ খেয়ে মৃত্যু ২ জন অসুস্থ ৩ জন চাঞ্চল্য শহর জুড়ে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিষ মদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার পাঁচ জন যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার রাতে। এদের মধ্যে শেখ সুবরতি ও শেখ আমিন নামে দুই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হলে শেখ সুবরতি কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন শেখ আমিন এর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

অন্যদিকে মদ খেয়ে অসুস্থ আরো তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যায় স্থানীয়রা। জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর তারা সুস্থ আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন পড়েছে। আরো জানা গেছে সকলে একসঙ্গে বসে মদ খায়নি। প্রশ্ন উঠেছে, তাহলে সকলে কোথা থেকে এবং কি মদ কিনে খেয়েছিল।

 

 

যদিও এই ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবারের পক্ষ থেকে।এদিকে এদিন রাতেই বিশাল পুলিশ বাহিনী র‍্যাফ সহ ওই হোটেলে যায় অতিরিক্ত পুলিশ সুপার কল‍্যান সিনহা রায়।পরে সাংবাদিকদের মুখো মুখি হয়ে তিনি জানান এখনও কিছু বলার মতো অবস্থায় নেই আমরা,আমরা পরে জানাচ্ছি সম্পূর্ণ ইনফরমেশন আমাদের কাছে এখুনি নেই পরে জানাচ্ছি।

See also  রায়নায় সেচ ক্যানেলের পাড় থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত মৃতদেহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি