প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল
দুই পথচারীর । আহত হয়েছেন লরি চালক ও আরও এক পথচারী । শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি -তারকেশ্বর রোডে জামালপুর থানার কৃষ্ণচন্দ্রপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় মানুষজন দুর্ঘটনাগ্রস্ত সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দুর্ঘটনায় মৃতরা হলেন সুরোজ রায় (৪৬) ও মেহেবুদা বিবি (৬৫)। কৃষ্ণচন্দ্রপুর সংলগ্ন হিরণ্যগ্রামে সুরোজের বাড়ি । অপর মৃত মহিলা মাবু-র বাড়ি স্থানীয় সেলিমাবাদ গ্রামে। আহত ব্যক্তিরা হলেন হিরণ্যগ্রামের বাসিন্দা জলিল মল্লিক ও লরি চালক আসনাবিন শেখ । পুলিশ তাদের উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় ।
প্রত্যক্ষদর্শী পল্লব পাকড়ে ও আহত জলিল মল্লিক জানিয়েছেন, সিমেন্ট বোঝাই লরিটি মেমারি দিক থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। ওই সময়ে হঠাৎতই এই স্কুটি আরোহী
কৃষ্ণচন্দ্রপুরের গ্রামের রাস্তা থেকে মেইন রোডে উঠে পড়ে। ওই স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়ে লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পথচারীদের ধাক্কা মেরে লরি নিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে যায় ।
জলিল মল্লিক বলেন , এই দুর্ঘটনায় তিনি অল্প বিস্তর জখম হয়েছেন । তবে লরির ধাক্কায় মারাত্মক জখম হন সুরোজ রায় ও মহিলা মেহেবুদা বিবি । তাদের দুই জনকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসক সুরোজ কে মৃত ঘোষনা করেন ।শারীরিক অবস্থা সংকটজনক থাকায় মেহেবুদা বিবিকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । বর্ধমান হাসপাতাল পৌছানোর আগে পথেই তিনি মারা যান । এই দুর্ঘটনার জেরে মেমারি তারকেশ্বর রোডে জানজটের সৃষ্টি হয় । পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লরিটি কে সরিয়ে নিলে সড়কপথে যানবাহন চলাল স্বাভাবিক হয় ।