মহম্মদ খান ( জামালপুর ) :- দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুই বাইক আরোহী। এক বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জামালপুর থানার বলরামপুর এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক আটক করে পুলিশ দুর্ঘটনা তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে গুরুতর জখম বাইক আরোহীর নাম তুষার মালিক। বছর 25 বয়সী এই যুবকের বাড়িয়ে জামালপুরের বলরামপুর গ্রামের। অপর যখন বাইক আরোহীর নাম ধনঞ্জয় ধারা। তার বাড়ি বেরুগ্রাম পঞ্চায়েতের নাখরা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দ্রুতগতিতে বাক কাটিয়ে যাওয়ার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সেই দুর্ঘটনায় দুই বাইক আরোহী জখম হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুই বাইক আরোহী কে উদ্ধার করে জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যান। জখম তুষার মালিককে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হলেও অপর যখন ধনঞ্জয় ধারা জামালপুর ব্লক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছবি গুরুতর জখম বাইক আরোহী জামালপুর হাসপাতালে।