শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরবিজ্ঞান বিভাগে ‘সত্য ও বিচার’ উদ্বোধন করলেন বিজ্ঞানী ও অধ্যাপক ড. গৌতম পাল। ঘরোয়া প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উদার আকাশ’ প্রকাশনের প্রকাশক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ, বইয়ের লেখক হেমন্ত তরফদার।
‘উদার আকাশ’ প্রকাশনের গ্রন্থ উদ্বোধন করে ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. গৌতম পাল ভূয়সী প্রশংসা করেন। ‘উদার আকাশ’ প্রকাশনের প্রকাশক ফারুক আহমেদ বলেন, গ্রন্থটি পাঠক দরবারে সমাদৃত হলে, আমাদের প্রয়াস সার্থক। আর ড. পাল বলেন, বিষয় ভাবনা ও আঙ্গিকের দিক থেকে সমাজ বিজ্ঞানের এই গ্রন্থটি একটি উল্লেখযোগ্য কাজ।
