আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করেই প্রচারে তৃণমূলের আলিফা আহমেদ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবাশীষ সিংহ/ নদীয়া।

আগামী ১৯ শে জুন হতে চলছে রাজ্যের মধ্যে একমাত্র নদীয়ার কালিগঞ্জে উপনির্বাচন। আর এই উপনির্বাচন ঘোষণার দিন থেকেই প্রচারে ঝাপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। একাধারে তীব্র দাবদাহ, তার ওপর হাতে সময়ও কম, তাই এই দাবদাহকে উপেক্ষা করেই সোমবারও দেখা গেলো তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদকে প্রচার করতে। এদিন সকাল থেকেই কালিগঞ্জ বিধান সভা এলাকার জুরানপুর গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার করেন।

কখনো পায়ে হেঁটে তো কখনো হুটখোলা জিপে, মানুষের কাছে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে নিজের নির্বাচনী প্রচার সারতে দেখা গেলো প্রার্থী আলিফা আহমেদকে। আর এদিনের সমগ্র প্রচার জুরেই ছিলো আলিফা আহমেদপর মুখে এক আত্মবিশ্বাসের হাসি। তবে এই উপনির্বাচনে শেষ হাসি কে হাসবে তা দেখা আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।

See also  ইলেকট্রিক ভেহিকল সার্ভিস ট্রেনিং ওয়ার্কশপ হয়ে গেল বারুইপুরে এস ভি আই এস টির ক্যাম্পাসে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি