প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
এবার মানহানির মামলা দায়ের করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার বর্ধমানের প্রথম সিভিল জজ সিনিয়র ডিভিশন আদালতে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অমিত কুমার নাগ। আদালত সেই মামলাটি গ্রহণ করেছে ।যার কেস নম্বর – ৫২/২১। এই ঘটনা জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে ।
রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে সম্ভবত এই প্রথম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ্য দেওয়া
রাজ্যের কোন নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হল।
তৃণমূল নেতা তথা সাংসদ অভিষক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অমিত নাগ জানিয়েছেন, আপত্তিকর মন্তব্য করার জন্য এই মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছে। এর বেশি আর কোনও কথা তিনি বলতে রাজি হননি।
তৃণমূল সূত্রে খবর ,বেশ কিছুদিন যাবৎ শুভেন্দু অধিকারী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পের্ক আপত্তিকর মন্তব্য করে চলেছেন ।ওই সব বক্তব্য প্রত্যাহার করার জন্য তাকে আইনজীবীর নোটিশও পাঠানো হয়েছিল ।কিন্তু, বিজেপি নেতা তা করেন নি। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিভিল প্রসিডিউর অনুযায়ী এদিন আদালতে মামলা করলেন। ফোনে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এ বিষয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি