আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কুলতলিতে গুলিতে গুরুতর আহত এক তৃনমূল কর্মী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কুলতুলির কুন্দখালী গোদাবর পঞ্চায়েতের বৃন্দাবনের খেয়া মোড়ে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন তৃণমূল কর্মী সেলিম খাঁ (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেলিমের একটি চায়ের দোকান রয়েছে ওই মোড়েই।এদিনও তিনি প্রতিদিনের মতো দোকানে বসে ছিলেন।

ঠিক সেই সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এলাকায় অন্ধকার নেমে আসতেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই চার রাউন্ড গুলি এবং তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তার মধ্যে দুটি গুলি সেলিমের পিঠ ও গালে লাগে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুষ্কৃতিরা একটি বাইকে দুজন এসেছিলেন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।সেলিমের বাড়ি বকুলতলা থানার বেলে দূর্গানগর পঞ্চায়েতের বুইচবাটি গ্রামে।সে শশুরবাড়িতে থাকতো।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছে তার।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  চুরি যাওয়া 11 টি গাড়ির স্টেপনির টায়ার ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি