আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোকেশনাল কোর্সে রাজ্যে প্রথমস্থানাধীকারি সম্বর্ধনা প্রদান

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৈয়দ মফিজুল ( চাঁদাই ) :- মঙ্গলবার, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ভোকেশনাল কোর্সে রাজ্যে প্রথমস্থানাধীকারি সাহিদা খাতুন কে সম্বর্ধনা জানানো হয়। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের চাঁদাই বারোহাজারী হাই মাদ্রাসার ছাত্রী সাহিদা খাতুন এক সন্তানের মা। তিন বছর বয়সের একটি ছেলে আছে সাহিদার। একটি রক্ষনশীল মুসলিম পরিবারের বৌ হয়েও শুধু নিজের ইচ্ছা ও মনের জোরে সাহিদা আজ রাজ্যে প্রথমস্থানাধীকার করে জেলার মুখ উজ্জ্বল করেছে।
Krishaksetu Bangla
সাহিদা কে সম্বর্ধনা জানাতে এসে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি- সভাপতি সেখ আজফার হোসেন বলেন, আমরা সাহিদা র পাশে আছি। উচ্চ শিক্ষার জন্য যদি কোন সাহায্যে র প্রয়োজন হয় আমরা যথাসাধ্য চেষ্টা করবো। সাহিদা জানান, এই ধরনের সম্বর্ধনা পেয়ে খুব ভাল লাগছে। উচ্চ শিক্ষার জন্য সাহায্যের আশ্বাস পেয়ে আরো মনের জোর পাচ্ছি।
Krishaksetu Bangla
এদিনের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লকের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি নাজিম উদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমজাদ আলী, চাঁদাই বুথের সভাপতি তাপস বারোহাজারী হাই মাদ্রাসার সভাপতি, সম্পাদক সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি লুৎফর রহমান সহ এলাকার বিশিষ্ট জন।
See also  মুখ্যমন্ত্রীর সম্পর্কে আপত্তিকর পোস্ট ছড়িয়ে গ্রেপ্তার বিজেপি কর্মী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি